জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগানের আলোকে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভূমি অফিসে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভূমি মেলা উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বর থেকে বিশাল র্যালি বের করা হয়। র্যালি শেষে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল আমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আরিফ উদ্দিন, চকরিয়া থানার (ওসি তদন্ত) মো: ইয়াছিন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসী।
প্রধান অতিথি ইউএনও মো.আতিকুর রহমান বলেন, ভূমি বিরোধ কমাতে সরকার গণমুখী নানা ধরণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে ডিজিটালাইজড করেছেন।সেবা গ্রহিতার র্দূভোগ কমাতে ভূমি কার্যক্রম অনেকটা সহজলভ্য করেছেন। এছাড়া ভূমি সংক্রান্ত বিষয়ে যেকোন সমস্যা নিয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করলে,দ্রুত সমাধান হচ্ছে জমি মালিকদের দুইটা কারণে জটিলতা সৃষ্টি হয়। তা হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা।নিজের জমি-জায়গার বিষয়ে আরো সচেতন হওয়ার দরকার।অতীত আর বর্তমানে ভুমি সেবাপ্রাপ্তি মানুষেরা এখনো দালালদের খপ্পরে পড়ে,সেবা বিড়ম্বনায় সহজ কাজটি কঠিন হয়ে হয়রানির শিকার।কারণ সেবাগ্রহীতারা যদি সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে নিজের সমস্যা,নিজেই সমাধান করে।তাহলে কোন সেবাপ্রাপ্তির ঝামেলা আর হয়রানির শিকার হবে না বলে উল্লেখ ইউএনও।
সভাপতির সমাপনি বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন,উপজেলা সহ ইউনিয়ন ভিত্তিক সকল ভূমি অফিসের দরজা সবার জন্য উম্মুক্ত। ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে আপনারা সরাসরি এসে তকবির করলে,ঝামেলাহীন আপনার সমস্যা সমাধান হবে,হচ্ছে।কোন ধরণের দালালের খপ্পরে পড়বে না।কারণ আপনাদের সকল সমস্যা সমাধান আর পরামর্শ প্রদানের জন্য সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছেন।বিধায় আপনাদেরকে সেবা প্রদান করা আমাদের দায়িত্ব।আয়োজিত ভূমি মেলায় ভূমি পোর্টালের (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর সহযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়েছে।
Leave a Reply