নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার প্রবীণ সাংবাদিক ও সমাজ সেবক রুস্তম গণি মাহমুদ (৬৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) করেছেন। আজ সোমবার ভোররাতে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ও ডুমখালী জামে মসজিদের সাবেক সভাপতির দায়িত্ব নিষ্টার সাথে পালন করায় তাঁর মৃত্যু সংবাদে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট – ডুমখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এক বিবৃতিতে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ##
ইবনে আমিন
চকরিয়া, কক্সবাজার
মোবাইল : ০১৭১১-২৭৯৭৪৫
Leave a Reply