1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
নাইক্ষ্যংছড়ি বাইশারীতে ৭ বছরের শিশু অপহরণ চকরিয়ায় মাদক সেবনরত ১০ ব্যক্তি আটকঃ প্রত্যেককে কারাদণ্ড প্রদান সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবী চকরিয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েও সাজানো মামলায় হয়রানির অভিযোগ পেকুয়ায় শের আলী মাস্টার পাড়া সড়ক এখন মরণফাঁদ!দেখার কেউ নেই খুটাখালীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু গজালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ খুটাখালীতে বয়স্ক ও বিধবা ভাতা বহি বিনামূল্যে বিতরণ সম্পন্ন চকরিয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকের মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পেকুয়ার যুবক সাকিবের মৃত্যু

কক্সবাজারে থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজার সদর থানার উঠানে সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১ জুন) হামলার শিকার বিবার্তা’র জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক গণসংযোগ ও দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফরহাদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

এর আগে গত বুধবার (২১ মে) কক্সবাজার সদর মডেল থানায় হামলার শিকার হন। এসময় তার মোবাইল, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (২১ মে) কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক গ্রেফতার হওয়ার সংবাদ সংগ্রহ করতে থানায় যায় সংবাদকর্মী ফরহাদ।
সংবাদ সংগ্রহ শেষে চলে আসার সময় রাত ১০ টায় সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার আবুল হাসেমের ছেলে মারুফ হাসান তাসিন (২৫) ও গাফফারের ছেলে নয়ন (২৪) এর নেতৃত্বে ৮-১০ জনে অতর্কিত হামলা চালায়। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, হামলার ঘটনা কক্সবাজার সদর থানার সিসিটিভি ক্যামরায় সংরক্ষিত আছে। সেখান থেকে ঘটনার সত্যতা পাওয়া যাবে এবং অজ্ঞাত আসামিদের সহজেই সনাক্ত করা যাবে।

এদিকে থানার ভিতর সংবাদকর্মীর উপর হামলার পর মারুফ হাসান তাসিন আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (নিজের ফেসবুক আইডি Maruf Khan থেকে) বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ভিতর সংবাদকর্মী ফরহাদের উপর হামলার ঘটনায় দণ্ডবিধি ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২) ধারায় আদালতে মামলার আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এর আদালত মামলাটি গ্রহণ করে ট্যুরিস্ট পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

সংবাদকর্মীর উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনের নেতারা। সেসাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!