জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার ( ৪ জুন ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার ও দুটি মোবাইল জব্দ করা হয়।
আটক শাহিদা ইয়াসমিন (৪৩) ওই এলাকার শাহেদ ইকবালের স্ত্রী। তবে শাহেদ ইকবাল কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply