নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দুই দিনের সফরে এসেছিলেন তাঁর নির্বাচনী চকরিয়া – পেকুয়া (কক্সবাজার -১) এলাকার মানুষের সাথে ঈদের কূশল বিনিময় করতে। কিন্তু তাঁর আগমনী বার্তা ছড়িয়ে পড়ে চকরিয়া – পেকুয়া ছাড়াও পার্শ্ববর্তী বান্দরবান এবং চট্টগ্রাম জেলায়। ফলে তাঁর বাসভবনে শুভেচ্ছা বিনিময়ে আগ্রহী মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় শুভেচ্ছা বিনিময় করেন।
চট্টগ্রাম থেকে ছুটে এসেছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরি সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। কোন কোন এলাকা থেকে রিজার্ভ করা বাস, মাইক্রোবাস, কার, বাইক নিয়ে শত শত মানুষ ছুটে আসেন।
কক্সবাজার জেলার প্রায় সব উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ছাড়াও সর্বস্তরের মানুষ তাঁর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য হুমড়ি খেয়ে পড়েন পেকুয়ার সিকদার পাড়াস্থ তাঁর বাসভবনে।
আজ সোমবার দুপুরে তিনি জুলাই অভ্যূত্থানে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা মধ্যে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করেন। তার যাওয়া-আসার পথ লোকে- লোকারণ্য হয়ে পড়ে। পরে বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ বিশাল জনসভায় রূপান্তরিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন সালাহউদ্দিন আহমদ।
Leave a Reply