মোঃ নাজমুল হুদাঃ বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ জুবাইরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় তাহের মল্লিকের জমির পাশে নদীর চরে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় শনাক্ত করা হয়। নিহত শেখ জুবাইরুল ইসলাম শেখ হিদায়েতুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ৯ জুন ৩৩ সদস্যের একটি পর্যটক দল দুইজন গাইডসহ তৈন খালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিস্টং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। সে সময় তৈন খালের গভীর স্রোতে তিনজন পর্যটক ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হলেও, বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
৩৩ সদস্যের একটি পর্যটক দল দুইজন গাইডসহ তৈন খালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিস্টং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। সে সময় তৈন খালের গভীর স্রোতে তিনজন পর্যটক ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হলেও, বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
ওসি মির্জা জহির উদ্দিন আরও জানান, দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply