1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ার ধানসিঁড়ি আর গ্রীনচিলি রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জরিমানা নাইক্ষ্যংছড়ি বাইশারীতে ৭ বছরের শিশু অপহরণ চকরিয়ায় মাদক সেবনরত ১০ ব্যক্তি আটকঃ প্রত্যেককে কারাদণ্ড প্রদান সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবী চকরিয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েও সাজানো মামলায় হয়রানির অভিযোগ পেকুয়ায় শের আলী মাস্টার পাড়া সড়ক এখন মরণফাঁদ!দেখার কেউ নেই খুটাখালীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু গজালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ খুটাখালীতে বয়স্ক ও বিধবা ভাতা বহি বিনামূল্যে বিতরণ সম্পন্ন চকরিয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকের মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান

চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে ১৬ জন আ’লীগের নেতাকর্মী আটক

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে ১৬ জন আ’লীগের নেতাকর্মীকে আটক করেন থানা পুলিশ।
গত বুধবার রাত থেকে (১৯ জুন) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চকরিয়া থানার মিডিয়া সেলে প্রকাশ করা তথমতে-জেলা পুলিশ সুপার -মোঃ সাইফউদ্দীন শাহীন, নির্দেশক্রমে,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমেে সহোযোগিতায় জেলার সকল ওয়ারেন্ট তামিল মামলার আসামী গ্রেফতারের বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম,তদন্ত ওসি মোঃ ইয়াছিন মিয়া, এসআই ফরহাদ রাব্বি ইষান, এসআই সনজীব কুমার পাল,এসআই আবুল খায়ের,এসআই আব্দুল হান্নান,এসআই রাজীব কুমার সাহা,এএসআ্ই পারভেজ মাহামুদ,এএসআই জসিম উদ্দিন, এএসআই দেব মজুমদার সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।
চকরিয়া থানার, এফআইআর নং-১০/২৪ইং, জি আর নং-৪৫১/২৪ইং,চকরিয়া থানার এফআইআর নং-১৫/২৪ইং, জিআর নং-৪৫৬/২৪ইং আসামী সহ সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আব্দুল কাইয়ুম (৩২),খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের মিজানুর রহমান (৩৪),সুরাজপুর-মানিকপুর ইউপির ৬নং ওয়ার্ডের শহিদুল ইসলাম আজাদ (২৯),উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপির ২নং ওয়ার্ডের অহিদুজ্জামান (৪৫),হারবাং ইউপির ৬নং ওযার্ডের জমির উদ্দিন (৫৫),উত্তর হারবাং ৯নং ওয়ার্ডের জহিরুল ইসলাম মানিক (৩৭),পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুল জলিল (৩৪),পূর্ব সুরাজপুরের আব্দুর রহিম (৫৩),লক্ষ্যাচর ইউপির ৩নং ওয়ার্ডের তৌহিদ হোসেন চৌধুরী (৫৪),একই ইউপির ছিকলঘাটের সোহরাব হোসেন প্রঃ নান্নু মেম্বার (৪৫), পৌরসভার ৭নং ওয়ার্ডের বিনামার এলাকার হেলাল উদ্দিন (৪৭),পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকার হাসান আল বছরী (৪৭),একই ওয়ার্ডের নিজপানখালী এলাকার বিপ্লব বড়ুয়া (৩৪) ও একই ওয়ার্ডের বিনজমার এলাকার বাবুল বড়ুয়া (৫৮) দেরকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।তবে ডেভিড হান্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
উপজেলা পর্যায়ের বিএনপির নেতারা বলেন-গত বুধবার সাবেক এমপি জাফর আলম চকরিয়া আদালতে হাজির করা হয়।এমতাবস্থায় তাদের নেতা সাবেক এমপি জাফর আলমের মুক্তির দাবীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে আ’লীগের নেতাকর্মীরা।ঝটিকা মিছিল দেখে জেলা পুলিশ আতংকিত হয়ে অভিযান পরিচালনা করেছেন বলে জানান বিএনপির নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!