জিয়াউল হক জিয়াঃ
নেতাকর্মীদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন বিএনপির ৫ জন উপদেষ্টা সহ ১৫ জন বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব এম মোবারক আলী।
গত বৃহস্পতিবার রাতে উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।
খুটাখালী ইউনিয়ন বিএনপিতে ৫জনকে উপদেষ্টা পদে সম্মানিত হয়েছেন-সাবেক অধ্যক্ষ এস.এম মনজুর আলম,এম. জাফর আহমদ, ডাঃ শফিউল আলম, আকতার আহমদ মেম্বার ও মমতাজুল হক।
একই সাথে ১৫জন বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণায় সৈয়দ আলমকে আহবায়ক করা হয়। এতে যুগ্ম আহবায়ক হিসাবে রয়েছেন- সাদেকুর রহমান,আনিছুর রহমান,ফরিদুল ইসলাম,আবু তাহের ও নাছির উদ্দিন ।
উক্ত কমিটিতে আকতার কামালকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসাবে রয়েছেন- মিজানুর রহমান, জাহেদ নেওয়াজ, মাহবুবুর রহমান, বেলাল উদ্দিন,জয়নাল আবেদীন,মাষ্টার রিয়াজুল হক, রবিউল হোসেন রাসেল ও সরওয়ার কামাল ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন-আহবায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পন্ন শেষ করে, পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটির ঘোষণার জন্য সম্মেলন করা নির্দেশ দেন উপজেলার নেতারা।
Leave a Reply