জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় পাঁকা ধান উড়াতে গিয়ে ফ্যানের তারে জড়িয়ে অর্থাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রমজান আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মেদাকচ্ছপিয়া-সওদাগর পাড়ায় অনাকাংখিত এর্দূঘটনা ঘটেছে।
নিহত-রমজান আলী (৪২) ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় মেম্বার ছলিম উল্লাহ।নিহতের বড় শামশু উদ্দিন জানান-সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীর উঠার সামনে চলাচল রান্তায় পাঁকা ধান উড়ানোর জন্য ফ্যানের তারের সংযোগ দিতে গিয়ে হঠাৎ রিজেক্ট তারে হাতে লাগার সাথে-সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন-খুটাখালীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রমজান নামের এক মারা গেছেন বলে স্হানীয় মেম্বার জানিয়েছেন।তবে হাসপাতালের রিপোর্ট আর পুলিশের সুরতহাল রিপোর্টেও এমনটাই তথ্য পাওয়া যাওয়াতে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
জিয়াউল হক জিয়া,স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
মোঃ-০১৮১১-২০০৫৭৭
Leave a Reply