জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সমবায় সমিতির বড় দিঘি পুকুর থেকে মোহাম্মদ লাদেন (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেন পুলিশ।
বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে লাশটির উদ্ধার করা হয়েছে।
নিহত কিশোরের-মোহাম্মদ লাদেন (১৪) উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কাপাড়া এলাকার এজহারুল হকের ছেলে।
স্থানীয়রা জানান- বুধবার সকাল সাতটায় সমবায় সমিতির দিঘির পানিতে একটি লাশ ভাসতে দেখা গেছে।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে স্হানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।তারপর শনাক্ত করা হয়েছে।
নিহত পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বক্তব্য নেওয়া হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরীতে তার শরীরের কোন চিহৃ পাওয়া যায়নি।তবে মুঠোফোনে নিহত লাদেন মৃগীরোগী পুলিশকে জানান।নিহত পরিবারের লোকজন থানায় আসলে আলোচনা সাপেক্ষে ব্যবস্হা নিবেন বলে জানান ওসি।
জিয়াউল হক জিয়া
মোঃ-০১৮১১-২০০৫৭৭
Leave a Reply