মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার পূর্ব চাম্বি, আজিজনগর এবং সরই ৪নং ওয়ার্ড এর বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান করা হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকাল ১০:৩০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযানে ৫টি স্পটে তল্লাশি চালিয়ে ৬টি বালু উত্তোলনের ড্রেজার, আনুমানিক ১০০ ফিট প্লাস্টিকের পাইপ এবং আনুমানিক ৫০ ফিট হোস পাইপ জব্দ করা হয়।
এছাড়াও, ৫টি ভিন্ন স্থান থেকে আনুমানিক ৩,২০,০০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।
এই ঘটনায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের সহকারী পরিচালক কর্তৃক ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, সাংবাদিক, লামা থানা পুলিশ এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন বলেন, এ রকম অবৈধ পরিবেশ বিপর্যয়কারি বালু উত্তোলন এর আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply