জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার-১,চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আ’লীগের সভাপতি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখান প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, জেড এম মোসলেম উদ্দিন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, কৃষকদল সভাপতি আবু ছিদ্দিক রনি, শ্রমিকদলের আহ্বায়ক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোছাইন এবং মহিলাদল নেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু প্রমুখ।
বিক্ষোভে শতাধিক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরাও অংশ নেন।
এদিকে,সাবেক এমপি জাফর আলম বর্তমানে রিমান্ডে রয়েছেন। গত বুধবার তাকে পেকুয়া থানায় আনা হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন বিএনপির এজেন্টকে মারধরের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোছাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পরে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।তবে এরপূর্বেও ২টি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর সহ মোট ৭দিনের রিমান্ড চলছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন-সাবেক এমপি জাফর আলমকে রিমান্ডে এনে জিজ্ঞেসাবাদ চলছে।এতে থানা অঙ্গজুড়ে অতিরিক্ত নিরাপত্তা সহ কঠোর সর্তকতা অবলম্বনে রয়েছেন পুলিশ।
উল্লেখ্য-চকরিয়া থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষ করা হয়েছে। সব মিলিয়ে সাতটি মামলায় মোট ২১ দিনের রিমান্ডে থাকছেন সাবেক এমপি জাফর।
Leave a Reply