নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী।
সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশনের একটি কাঠের ফার্নিচারের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক শহিদুল ইসলাম (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী সেনা ক্যাম্পের একটি টহলদল এই অভিযান পরিচালনা করে। অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে আটক ব্যবসায়ী শহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সেনাবাহিনীর অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ আমাদের কাছে হস্তান্তর করেছে।ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ্দ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply