জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে যাত্রীবাহি সৌদিয়া বাস আর মালামাল বহনকৃত জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষ একজন নিহত সহ আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার মালুমঘাট হাছিনা পাড়া রাস্তার মাথায় এদুর্ঘটনা ঘটে।
নিহত-ফরিদুল ইসলাম (৪৬) চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার মৃত আবদুল গনি সওদাগরের ছেলে। আহতরা হলেন,শেকাব উদ্দিন সাকিব (২০) একই এলাকার আহমদ হোসেনের ছেলে ও আবদুল হাকিম (৪৫) একই পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান- চকরিয়ামূখি আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর মালামাল বহনকৃত জিপভ্যান গাড়ী লট-গ-৭৯৮২ নং গাড়ীটি হাছিনাপাড়া নামক স্হানে পৌঁছলে,কক্সবাজামূখি যাত্রীবাহি সৌদিয়া বাস,যার গাড়ী নং-চট্রমেট্রো ব-১১-১৮৬১ এর গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে একজন নিহত আর দুইজন মত লোক গুরুতর আহত হয়েছে।জান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও র্দুঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
Leave a Reply