জিয়াউল হক জিয়াঃ
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জোধিন হারবাং বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে তৈরী করা দুইটি ঝুঁপড়ি ঘর উচ্ছেদ করলো সংশ্লিষ্ট বনবিভাগ। সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৮জুলাই) সকাল ১০টার দিকে হারবাং ইউপির ২নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে বনবিট কর্মকর্তা একেএম আবু সাঈদ জানান-ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে জায়গা দখল করে দুইটি ঝুঁপড়ি ঘর নির্মাণ করা হয় ।পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান, চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসানের নির্দেশনায় ঘর দুইটি উচ্ছেদ করি।দখলমুক্ত করা ৩০ শতক জায়গায় চারা রোপন করে দিয়েছি।
হারবাং বিটের সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম জানান-আমিসহ ইউপি সচিব মোজাহের আহমেদ,২নং ওয়ার্ডের এমইউপি মোঃ সরওয়ার ওসমান খোকা , ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পারভীন আক্তার ও পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।
এলাকার সচেতন মহলের মতো, বনভূমি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ। ।তবে সংশ্লিষ্ট বনবিভাগ দূর্বল লোকের উপর ঝাপিয়ে পড়ে,সবল আর বিত্তশালী দখলবাজদেরকে রহস্যজনক ভাবে ছাড় দেন কেন বলে প্রশ্ন ছুঁটেছেন।
Leave a Reply