নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন থেকে একজন হুকুমদাতা আরেকজন বিক্ষোভকারীকে আটক করেন থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই) বিকেল পৌন ৬টার দিকে খুটাখালী বাজার থেকে দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের পূর্ব বাক্কুমপাড়ার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসাইন। তিনি ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক। মাহিন মিয়া একই ইউপির ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। মাহিন রবিবারের বিক্ষোভকারীর একজন।তবে থানা ডিউটি অফিসার সূত্রে গ্রেপ্তার ব্যক্তিদের আটকের সত্যতা নিশ্চিত করা গেছে।
খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা জানান-গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আ’লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক চকরিয়ার কয়েকটি জায়গায় স্হানীয় আ’লীগ নেতাদের হুকুমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর যুবলীগের হাতেগুনা কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। তারই-ধারাবাহিকতায় খুটাখালীতে ইউনিয়ন আ’লীগের প্রভাবশালী নেতাদের হুকুমে ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম মিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি করা হয়েছে।মিছিল ছিলেন-৬নং ওয়ার্ডের রফিকুল ইসলাম,মোঃ সাগর,ইমরান খান,রুকন উদ্দিন সাগর আরো একজনের নাম জানার চেষ্টা চালাচ্ছি।সে মোতাবেক মেম্বার সৈয়দ হোসাইন হুকুমদাতা আর মাহিন বিক্ষোভকারী।
তারা আরো জানান-বিক্ষোভকারীর হুকুমদাতা আর ৫ আগষ্টের আ’লীগ সরকারকে ঠিকিয়ে রাখার যার ভুমিকা সবচেয়ে বেশী ছিল আর ওই রাতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীর সাথে হট্রগোল লাগছিল।সেই সৈয়দ হোসাইনকে ছাড়িয়ে নিতে রাতে থানায় ভিড় করছেন ভিন্ন দলের নেতাকর্মীরা।
নিউজটি লেখা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হয়।ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply