মোঃ নাজমুল হুদাঃ দেশের টেকসই উন্নয়নের জন্য সামাজিক শান্তি ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিগত ও প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ পার্বত্য এই অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেলেও এর পূর্ণ বাস্তবায়ন সময়সাপেক্ষ। তবে সরকার আন্তরিকভাবে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য চট্টগ্রাম এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, ‘পূর্বে উন্নয়ন বরাদ্দের অধিকাংশ অংশই অবকাঠামো খাতে ব্যয় করা হতো। বর্তমানে সেই নীতি পরিবর্তন করা হয়েছে। এখন বরাদ্দের ৬০ শতাংশ শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে, ২০ শতাংশ স্বাস্থ্যসহ অন্যান্য খাতে এবং মাত্র ২০ শতাংশ অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে জেলার ৪৮২ জন কৃষক ও নারী উপকারভোগীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসূতি মহিলা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয়।
Leave a Reply