প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর (৫৭) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (২১ জুলাই ২০২৫ ইং) ঢাকা থেকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মরহুম সৈয়দ নূর বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মীবান্ধব বিশ্বস্থ নেতা ছিলেন। তিনি গত ২০ জুলাই বিএনপির জাতীয় নেতাদের বিরুদ্ধে এনসিপি নেতাদের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখার পর হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার এই আকষ্মিক মৃত্যুতে বিএনপির নেতা-কর্মীরা বাকরূদ্ধ হয়ে পড়েন। তিনি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন উল্লেখ করেছেন তিনি বলেন কক্সবাজারের বিএনপি পরিবার একজন বিশ্বস্ত ত্যাগী নেতাকে হারাল। বিবৃতিতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য বিএনপি নেতা সৈয়দ নূর (২০ জুলাই, ২০২৫) কক্সবাজার সদরে বিএনপির একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মিছিলরত অবস্থায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। মরহুম সৈয়দ নূর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মধ্যম নয়া পাড়া বাংলাবাজার এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে।
Leave a Reply