নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় নিজের বাড়িভিটি রক্ষা করতে গিয়ে প্রভাবশালী প্রতিপক্ষের সশস্ত্র হামলার শিকার হয়েও উল্টো সাজানো মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে ও সুষ্টু তদন্তপূর্বক ন্যায়বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার বিকেলে চকরিয়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্য উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা নূর মোহাম্মদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দাদার (পিতামহ) কাছ থেকে প্রাপ্ত ২৭ কড়া জমি নিয়ে আমার পিতা ও তিন চাচা বাড়িঘর নিয়ে ভোগদখলে রয়েছি। দাদা জীবিত থাকাকালে ২০০৯ সালে জনৈক আবু তাহেরকে ৭ কড়া জমি বিক্রি করে দখলে বুঝে দেন। তিনি মারা যাওয়ার ১৬ বছর পরে এসে তারা আবারো ওই জমি পাবে বলে আমার ভোগদখলীয় জমি দখলে নিতে গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল তিনটার দিকে সশস্ত্র হামলা চালায়। এতে মহিলাসহ ৪-৫ জন গুরুতরভাবে জখম হয়। এছাড়া বসতভিটার ঘেরা-বেড়া ও একটি বাথরুম ভাংচুর করে তারা। এসব হামলা ও ভাংচুরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রভাবশালীদের মুখোশ উন্মোচিত হয়ে পড়ে। থানা পুলিশও এসব প্রমাণ দেখে আমাদের মামলা গ্রহণ করেন। কিন্তু গত ২৮ জুলাই (সোমবার) উল্টো আমাদের পরিবারের ৬জনকে আসামী করে একটি কাউন্টার মামল থানা কর্তৃপক্ষ গ্রহণ করায় আমরা বিস্মিত হয়েছি। তিনি আরো বলেন, পাল্টা মামলা দায়ের করতে পারায় আসামীরা আমাদের পরিবারের লোকজনকে হুমকি ধমকি দিচ্ছে। এ নিয়ে আমরা নিরাপত্তহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে সুষ্টু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি দাবী করছি।
Leave a Reply