জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌর-শহরের স্বনামধন্য অভিজাত খাবারের রেস্টুরেন্ট ধানসিঁড়ি আর গ্রীনচিলির কর্তৃপক্ষকে অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌর-শহরের ব্যবসারত ধানসিঁড়ি আর গ্রীনচিলিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন-উপজেলার পৌর-শহরের ব্যবসারত রেস্টুরেন্টের রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার ঢেকে না রাখা, ফ্রিজে খাবার খোলা অবস্থায় রাখার অপরাধের দায়ে ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার আর গ্রীনচিলি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে এধরণের অপরাধ না করার জন্য কঠোর সতর্কবাদ দেওয়া হয়েছে।এরপরে কাঁচা-লং সহ আরো ১/২টি রেস্টুরেন্টে চেকিং করতে যাওয়ার হলেও,তারা অভিযান টের সর্তক হওয়াতে অপরিচ্ছন্নতা না দেখাতে,জরিমানা করতে পারেনি বলেই কঠোর সর্তকতা জারি করা হয়েছে।বিধায় জনস্বার্থে এঅভিযান চলমান থাকবে জানিয়েছেন।
Leave a Reply