মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছর বয়সী শিশু মো. বাপ্পিকে অপহরণের তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাতে নিজ বসতবাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা বাপ্পির পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দীর্ঘ উৎকণ্ঠা ও অপেক্ষার পর অবশেষে ১ আগস্ট সন্ধ্যায় মুক্তিপণের টাকা পরিশোধের পর অপহরণকারীরা শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন।
অপহরণের পরপরই পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে এলাকায় টহল জোরদার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর সমন্বিত ও কৌশলী চাপের মুখে অপহরণকারীরা শেষ পর্যন্ত শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও এখনও পর্যন্ত কারা এ অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply