মোঃ নাজমুল হুদা, লামা: আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের হলরুমে এই সভা বসে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন এবং বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন। আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
এতে আলীকদম উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াত ইসলামের আমীর মাশুক এলাহীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট মিডিয়াসহ মোট ৬০/৭০ জন এই আলোচনা সভায় অংশ নেন।
Leave a Reply