জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্র ও সিন্ডিকেট বিরোধী অভিযানে সক্রিয় ৪ সদস্যকে আটক করেন র্যাব-১৫,কক্সবাজার।
বৃহস্পতিবার ( ৭আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-মোঃ নুরু উদ্দিন (২৭) কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ঘোনাপাড়া এলাকার মোস্তাকের ছেলে,আবুল বাশার (৫১) পৌরসভার বৌদ্ধরখোলা এলাকার মকতুল হোসেন ছেলে, বিপ্লব বড়ুয়া (৩০) কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া ইউপির ৯নং ওয়ার্ডের অলঙ্গ বড়ুয়া ছেলে ও পলাশ (৪২) মহেশখালী উপজেলার গরুকঘাটা এলাকার খোকার ছেলে।
র্যাব-১৫ এর প্রেস ব্রিফিংনের মাধ্যমে জানা যায়-কক্সবাজার র্যাব-১৫ সিপিএসসি এর কোম্পানী কমান্ডার মেজর-মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার-দেবজিত পাল ও র্যাব ফোর্সেস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট-আবু হাসান’সহ একটি টিম বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযানের সময় ৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করার পরে,সকলকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
ব্রিফিংনে আরো জানানো হয়-সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই দালাল চক্রগুলোর হাতে সাধারণ সেবাপ্রাপ্তি মানুষ নানাভাবে হয়রানির শিকার।তাই মহাপরিচালকের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়েছে।এঅভিযান চলমান রাখবেন র্যাব-১৫।
Leave a Reply