জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌর-শহরে জনতা শপিং কমপ্লেক্সকে উপজেলার আর পৌরসভার সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বয়কট করা ঘোষণা দিলেন-উপজেলা বিএনপির সদ্যঘোষিত বর্ষিয়ান সভাপতি এনামুল হক।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে হাজারো নেতাকর্মীদের এমন নিদর্শনা দেওয়া হয়।
উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা পাওয়ার পর উপজেলার প্রতিটি ইউনিয়ন আর পৌর-বিএনপির হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উন্নয়নের রুপকার বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমেদ এর শ্রদ্ধেয় মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করার জন্য চকরিয়া পৌর-শহরে জুড়ো হয়।এমতাবস্থায় আক্ষেপ করে নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন-আজ শুক্রবার সকালে জনতা শপিং কমপ্লেক্স মালিক সরোয়ার একজন বাহক আমার বাড়িতে পাঠান।সেই পাঠানো বাহক জনতা শপিং কমপ্লেক্স মালিকের পক্ষ হয়ে বলেন-আপনার মার্কেটের সামনে মিটিং,মিছিল,সমাবেশ করে ব্যবসার বিঘ্নতা ঘটাচ্ছেন বা ক্ষতি করছেন।দয়াকরে আপনারা জনতা শপিং কমপ্লেক্স সামনে এসব কর্মকাণ্ড না করা অনুরোধ করেছেন।
এটি উদ্দেশ্য মূলক বার্তা বলে আমি এনাম মনে করছি।সুতরাং আমি আমার উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে জনতা শপিং মার্কেটের সকল কেনাকাটা আর রেষ্টুরেন্টের খাওয়া-দাওয়া বন্ধ করে আজ থেকে বয়কট ঘোষণা করছি।আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়ার সৈনিক হন,আর আমাদের প্রিয় জননেতা সালাহউদ্দিন আহমেদ এর সৈনিক হন,জিয়া প্রেমিক আর সালাহউদ্দিন প্রেমিক হন।তাহলে আপনার জনতা শপিং কমপ্লেক্সকে অন্তর থেকে লেনদেন থেকে বয়কট করবেন।যতক্ষণ পর্যন্ত জনতা শপিং কমপ্লেক্স মালিক জাতির কাছ থেকে ক্ষমা না চাই,ততক্ষণ আমরা বয়কট প্রত্যাহার করবো না।তবে মার্কেটের ব্যবসার সফলতা কামনা করেন এ নেতা।
এসময় উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক এম মোবারক আলী,সাবেক যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ এস.এম মনজুর সহ উপজেলা আর পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply