জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি সদর বিটের সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন টিনের ঘেরাবেড়া দেয়া ঘরটি গুড়িয়ে দিয়েছে বনকর্মীরা।
রবিবার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে খুটাখালীর ৮নং ওয়ার্ডের পাহাড়ের উপরে গাজী কালু শাহ্ মাজারের পূর্ব পাশে দরগাহ মোড়ায় অভিযানটি চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী ও বিট কর্মকর্তার প্রশিক্ষণে থাকা লিটন চন্দ্র সিংহা সহ কয়েকজন বনকর্মী।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বিটকর্মকর্তা জুয়েল চৌধুরী ও প্রশিক্ষণপ্রাপ্ত বিটকর্মকর্তা লিটন চন্দ্র সিংহা জানান-সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল ও রেঞ্জের দায়িত্ব থাকা প্রশিক্ষণরত এসিএফ মোঃ রাশিক আহসান নির্দেশে গাজী কালু শাহ্ মাজারের পূর্বে মানিক ড্রাইভারের দোকানের দক্ষিণে দরগাহ মোড়া নামক সংরক্ষিত বনভূমিতে দিনের বেলায় নির্মাণাধীন টিনের ছাউনি আর টিনের ঘেরাবেড়া দিয়ে ঘর বানানোর প্রস্তুতিকালে আমরা ঘরটি উপড়ে ফেলি। বনভুমির জায়গাটি ক্রয় করেছে ঈদগাঁও মাইজপাড়া বাসিন্দা নুরুল আলম মিকার। যতটুকু জেনেছি ,ওই বনের জায়গায় করা ঘরটিতে তাঁর জামাতা ইসলামপুরের নাপিতখালী বাসিন্দা রায়হান বসবাসের জন্য তৈরি করার চেষ্টাকালে অভিযান চালিয়ে উচ্ছেদ করেছি।এবিষয়ে বন আইন মোতাবেক ব্যবস্হা নেয়া হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply