মোঃ নাজমুল হুদাঃ বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাবিবুর রহমান পাড়ায় (৩নং ওয়ার্ড) পূর্ব বিরোধীয় জায়গা হতে প্রতিপক্ষরা গাছ কেটে নিয়ে গেলে বাধা দিলে হাবিবুর রহমান (৭০), রিনা আক্তার (২৩) আন্তঃ সত্ত্বা, আব্বাস আহমেদসহ (৪০), সংবাদিক মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩৪) কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় হাবিবুর রহমান পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হামলাকারি মৌঃ আবদুর সবুর গং ২০/২৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এ হামলা চালায়। এদিকে ঘটনা চলাকালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া জনতার খরব প্রতিনিধি মোঃ আবু বক্কর ছিদ্দিককে মেরে আহত করে মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয় তারা।
সূত্রে জানায়,লামার উপজেলার ৩০১ সরই মৌজার পূর্ব বিরোধীয় জায়গা হতে হাবিবুর রহমান পরিবারের রোপিত সেগুন,আকাশ মনি,মেল্যারিয়া গাছসহ বিভিন্ন ধরনের গাছ পরিকল্পিতভাবে গতকাল হতে প্রভাব বিস্তার করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে অভিযুক্তরা। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৫০/৬০ হাজার টাকা হবে। এরা ক্রমান্বয়ে সব গাছ কেটে ফেলার পায়তারা করছে। এর সাথে একটি অসাধু চক্র জড়িত রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
এর অংশ হিসেবে আজ সকালে আবার গাছ কেটে নিতে গেলে হাবিবুর রহমানসহ আহতরা বাধা দিলে দেশীয় অস্ত্র সরঞ্জাম নিয়ে বৃদ্ধ হাবিবুর রহমান (৭০), আন্তঃ সত্ত্বা মেয়ে রিনা আক্তার,ছেলে আব্বাস আহমেদ, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক আহত হন। সেক্ষেত্রে বৃদ্ধকে ছুরি দিয়ে আঘাত, মেয়ের পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে আত্মীয় স্বজনরা গাড়িতে করে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
ভূক্তভোগী আহত হাবিবুর রহমান এর স্ত্রী ও স্থানীয় ইউপি মেম্বার খালেদা বেগম জানান, অভিযুক্তরা দলীয় প্রভাব বিস্তার করে পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামী, আন্তঃ সত্ত্বা মেয়ে ও ছেলেকে মেরে আহত করেন। এবং ভিডিও ধারণ করা আমার মেয়ের টার্স মোবাইল ছিনিয়ে নেয়। এখনও ফেরত দেয়নি।
সংবাদকর্মী মোঃ আবু বক্কর ছিদ্দিক জানান, সংঘটিত ঘটনা চলাকালে আমি ছবি, ভিডিও সংবাদ সংগ্রহ করতে তারা আমার উপর মারমুখী হয়। এবং মোবাইল ছিনিয়ে নেন। পরে ঘটনাস্থলে ক্যামেরায় ধারণকৃত ছবি,ভিডিও ডিলেইড করে ফিরিয়ে দেন।
এ বিষয়ে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, জায়গা জমির বিরোধের জেরে ঘটনায় আমাদের পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখানে আহতদের চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কোথাও আইনগত লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply