জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,ফুলছড়ি রেঞ্জাধিন,নাপিতখালী বনবিটের অধিন,জঙ্গল খুটাখালী মৌজার সংরক্ষিত বনাঞ্চলে আকাশমণি গাছ কেটে পাচারকালে ২২ টুকরো গাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালের দিকে গহীন জঙ্গল থেকে গাছের টুকরোগুলো জব্দ করা হয়।
এবিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ রাশিক আহসান বলেন-গোপনা সংবাদের ভিত্তিতে জঙ্গল খুটাখালী মৌজার নাপিতখালী বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে বনখেকোরা আকাশমণি গাছ কেটে পাচার করবেন শুনেছেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী।তখন বিষয়টি আমাকে জানিয়ে সাহসিকতা আর দায়িত্বশীলতার সাথে মাত্র দুই স্টাপ নিয়ে গহীন বনে গিয়ে ২২ টুকরো আকাশমণি গাছ জব্দ সহ ১১টি মোথা জব্দ করেছেন।পরে গাছগুলো সংশ্লিষ্ট বিট কার্যালয়ে নিয়ে আসবেন।গাছগুলো জব্দ করাকালে বনখেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।তবে কারা গাছ কেটে বন সম্পদ নষ্ট করছেন।তাদের নাম আর ঠিকানা পেয়েছি,বিধায় জড়িতদের বিরুদ্ধে বন মোতাবেক আইনী ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply