নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া পৌরভার প্রাণকেন্দ্র চিরিংগায় অবস্থিত ‘চকরিয়া নিউমার্কেট’র দোতলার ছাদের ড্রপওয়াল ভেঙে পড়ে শুকনো মাছের ক্ষুদ্র ব্যবসায়ী মো. জিহাদ (১৮) গুরুতরভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করেই আচমকা প্রায় ২০ফুট দীর্ঘ ড্রপওয়াল উপর থেকে ভেঙে পড়ে। এতে আহত জিহাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার একটি পা ভেঙে গেছে। সে বাঁশখালী উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, চকরিয়া নিউমার্কেট ভবন অনেক পুরনো। এটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ড্রপওয়াল ভেঙে পড়েছে। অবস্থাদৃষ্টে দেখা যায় যেকোন সময় ছাদও ভেঙে পড়তে পারে। ভেঙে পড়া ড্রপওয়ালে রডের পাশাপাশি বাঁশ ও বাঁশের কঞ্চি ব্যবহারের আধিক্য থাকায় জনমনে এ শংকা তৈরি হয়েছে।
এজন্য ৪ তলা বিশিষ্ট বিশাল এ দালান ব্যবহার উপযোগী আছে নাকি নিছক দুর্ঘটনা তা সত্বর নিরূপণ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের জান-মাল রক্ষার্থে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা।
Leave a Reply