মোঃ নাজমুল হুদা, লামাঃ “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বান্দরবান জেলার লামা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লামা রুবায়েত আহমেদ।
আরও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান,, সহকারী তথ্য অফিসার( তথ্য অফিস) লামা রাশেদুল ইসলাম,একাউন্টস অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোপাল কৃঞ্চ চক্রবর্তী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী আশরাফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি ও সমান অধিকার নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজে নারী ও পুরুষের সমান সুযোগ সৃষ্টি হলেই দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Leave a Reply