1. coxsbazarshomachar@gmail.com : admin :
চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী স্বামী-স্ত্রী আটক - কক্সবাজার সমাচার

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী স্বামী-স্ত্রী আটক

  • পোস্টিং সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১ Time View

জিয়াউদ্দিন ফারুকঃ
‎কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাচারকারী স্বামী- স্ত্রীকে আটক করা হয়েছে।

‎বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎থানা পুলিশ জানায়, সকালে ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা করে স্বামী-স্ত্রী স্কুল ব্যাগভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট চট্টগ্রামে পাচারের সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
‎চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের ও এসআই মো. সোহরাব সাকিবসহ পুলিশের একটি আভিযানিক দল।

‎আটককৃতরা হল, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করে।
‎অভিযানে পুলিশ ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি একটি কালো স্কুল ব্যাগ, একটি বাটন ফোন ও একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, ‘মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!