1. coxsbazarshomachar@gmail.com : admin :
লামার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ - কক্সবাজার সমাচার

লামার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

মোঃ নাজমুল হুদা, লামাঃ এইচএসসি ২০২৫ পরীক্ষায় জেলায় প্রথম, চট্টগ্রাম বোর্ডে সেরা সাতের একটি প্রতিষ্ঠান। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে প্রকাশিত হয় এইচএসসির ফলাফল।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে এ বছর মাত্র সাতটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এর মধ্যে শিক্ষার্থী সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ।
বান্দরবান জেলার ১৪টি কলেজের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে শতভাগ সাফল্য অর্জন করেছে এই কলেজটি।

কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর তিনটি বিভাগে মোট ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়—এর মধ্যে ৫৪ জন ছেলে ও ৮ জন মেয়ে।
সবাই পাস করেছে। তাদের মধ্যে ৩১ জন পেয়েছে জিপিএ-৫ (A+), বাকি ৩১ জন পেয়েছে A গ্রেড।
বিজ্ঞান বিভাগে: অংশ নেয় ১৩ জন (সবাই ছেলে)। A+ পেয়েছে ১২ জন, A পেয়েছে ১ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে: অংশ নেয় ২২ জন (সবাই ছেলে)। A+ পেয়েছে ১১ জন, A পেয়েছে ১১ জন।
মানবিক বিভাগে: অংশ নেয় ২৭ জন শিক্ষার্থী (ছেলে ১৯, মেয়ে ৮)। এদের মধ্যে A+ পেয়েছে ৮ জন (ছেলে ৭, মেয়ে ১) এবং A পেয়েছে ১৯ জন (ছেলে ১২, মেয়ে ৭)।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ধারাবাহিক অধ্যবসায়, নিয়মিত পাঠদান, মননশীল পরিবেশ এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, “শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। কোয়ান্টাম কসমো শুধু ফলাফলে নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট।”

জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু বান্দরবানের শিক্ষাঙ্গনে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের এই সাফল্য নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি জেলার শিক্ষার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!