1. coxsbazarshomachar@gmail.com : admin :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ, বিক্ষোভ

  • পোস্টিং সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ পারভেজ, চট্টগ্রাম: পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একটি লোকাল বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেতে নানান সংগঠনের নামে দেড় হাজার টাকার বেশি চাঁদা দিতে হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঈগল পরিবহনের এক চালককে দোহাজারীতে মারধর করা হয়। এর জের ধরে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন তারা।

এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে কোনও বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি।

পাশাপাশি কক্সবাজার থেকেও কোনো বাস চট্টগ্রামে আসেনি।

নতুন ব্রিজ এলাকায় গাড়ির জন্য অনেক মানুষকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। পূর্ব ঘোষণা ছাড়া যানবাহন চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সুমন নামে স্নানীয়  এক যুবক জানান  ছোট বড় প্রতিটি গাড়ীর লাইনে ব্যাপক চাঁদা আদায় করেন লাইনম্যানরা, তার প্রভাব পড়ে যাত্রীদের উপরে, পটিয়া ২৫/৩০ টাকার ভাড়া নেওয়া হয় ৫০ টাকা, এবং  মাঝে মধ্যে  যাত্রী ও গাড়ি শ্রমিকেদের মাথা  ঝগড়া হতে দেখা যায়,,।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!