নিজস্ব প্রতিবেদক, লামা:
লামা উপজেলার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি চকরিয়ার বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বর্ণিত স্কুলের ২য় তলার একটি শ্রেণি কক্ষে বিদ্যালয়য়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন এর সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন অভিভাবক ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা।
এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি কমিটির প্রাক্রন সভাপতি মোঃ জামাল উদ্দীন, দাতা সদস্য আবু ছালাম, অভিভাবক খাইরুল আমিন,সি.সহকারি শিক্ষক ইসমত আরা বেগম,শারমিন কবিরসহ মা অভিভাবক ও ছাত্রীরা।
সূত্রে জানায়, ইউএসএআইডি -এর এসো শিখি প্রকল্পের আওতায় বিলছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রী -ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে প্রাক-প্রাথমিক ও চতুর্থ ও পঞ্চম শেনীর প্রতিটি শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ (শিক্ষা উপকরণ) সহ ও একটি করে পানির ফিল্টার এবং প্রথম শ্রেনী হতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের (ব্যাগ আগে বিরতণ) পানির ফিল্টার বিতরণ করা হয়।
Leave a Reply