1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

স্বৈরাচারের নানামূখী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: তারেক রহমান

  • পোস্টিং সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

তারেক রহমান বলেছেন, একমাত্র রাজনৈতিক সরকারের পক্ষেই জনগণের সব সমস্যার সমাধান করা সম্ভব। সেজন্য প্রয়োজন জনগণের সমর্থন। দেশের জনগণের সমর্থনে আমরা সে দায়িত্ব পালনের সুযোগ পেলে সেদিনও আপনাদের সমস্যার কথা আমার মনে থাকবে।

স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসরেরা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই তারা নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের অনেকেই এই দলের (বিএনপি) নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাই স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এসময় তিনি বলেন, চক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আগামীতে বিএনপি দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায়।

তারেক রহমান বলেন, ‘একমাত্র রাজনৈতিক সরকারের পক্ষেই জনগণের সব সমস্যার সমাধান করা সম্ভব। সেজন্য প্রয়োজন জনগণের সমর্থন। দেশের জনগণের সমর্থনে আমরা সে দায়িত্ব পালনের সুযোগ পেলে সেদিনও আপনাদের সমস্যার কথা আমার মনে থাকবে।’

টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আজ এই জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!