1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

রাঙ্গুনিয়ার বেতাগী আস্তানা শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী সম্পন্ন

  • পোস্টিং সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি :

রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ১১৪ তম  পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম মাহফিল ১৩ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরী, ১৭ সেপ্টেম্বর,২০২৪  মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দরবারে বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

আয়োজনের ১ম পর্বে বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত কুতুবে জমান আল্লামা মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নির্দেশিত দরবারে বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র, অভিভাবক,এলাকার সর্বস্তরের জনসাধারন,মুহিব্বীন মুরিদানদের অংশগ্রহনে বেতাগী আস্তানা শরীফ হতে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহির মাজার শরীফে মোটর শোভা যাত্রার মাধ্যমে জসনে জুলুছের কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

জুলুছের নেতৃত্ব প্রদান করেন দরবারে বেতাগী আস্তানাশরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মোজাহেদে আহলে সুন্নাত পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী।

জুলুসটি বেতাগী আস্তানাশরীফ হতে শুরু হয়ে বেতাগী, তিনচৌদিয়া, পোমরা শান্তিরহাট, কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি,কদলপুর এর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিত করে হযরত আশরফ শাহ রাহমাতুল্লাহির মাজার শরীফে গিয়ে শেষ হয় ।

শোভা যাত্রা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্টান আয়োজন করা হয় । শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আবদুন নুর, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি। মিলাদ পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার  অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী ,কদলপুর দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কদলপুর দরবার শরীফের শাহজাদা মাওলানা জামালুদ্দিন আশরাফী। কার্যক্রম শেষ হয়।

২য় পর্ব বিকাল ৩ ঘঠিকা হতে মাওলানা আরিফর রহমান রাশেদের সঞ্চালনায়  ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এতে তাকরির করেন  লালিয়ার হাট হোসাইনিয়া মাদরাসার প্রাক্তন হযরতুলহাজ¦ অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, পোমরা জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ আল্লামা মারফতুন নুর আল কাদেরী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার  অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী ,উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, ওয়াজেদিয়া আলীয়া মাদরাসার আরবী প্রভাষক আল্লাম আবদুল হাই ,মাওলানা মাহফুজুল হক আল কাদেরী, মাওলানা আবদুন নুর। মাহফিলে মিলাদ কিয়াম পরিচালনা করেন দরবারের মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ ।

মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড়সাহেবজাদা মাওলানা আমিনুল হক আল কাদেরী কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান,  বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর। মুহাম্মদ শাহজাহান খান,শাহজাদা গোলাম আলী, শাহজাদা লুৎফর রহমান ,মাওলানা আহমদ করিম নঈমী, ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন, মাওলানা মুফতী মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা হাফিজুর রহমান রুমী, মাওলানা আবু জাফর, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচান্দঁ,  শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), মোহাম্মদ আলমগীর, মোহাম্দ জসিম, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর, বখতিয়ার সওদাগর,  ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, সাধারণ সম্পাদক মাস্টার এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মাওলানা আবু জাফর বাদশা, শাহজাদা এ বিএম সিদ্দিকুর রহমান সাকলাইন প্রমুখ।

বক্তারা বলেন ঈদ এ মিলাদুন্নবী আল্লাহ পাক কর্তৃক প্রদানকৃত মানবজাতির জন্য এক অনন্য নিয়ামত যা রাহমাতুল্লিল আলামীন’র শুভ আগমনের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াত এর সমাপ্তি ঘঠে।  ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ঠ্র প্রতিষ্ঠায় রাসুলে পাক (দ.) আদর্শের বিকল্প নাই । খতমে খাজেগানে রহমানিয়া ও মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে উভয় পর্বের জুলুস ও মাহফিল সমাপ্ত হয় ।

দেশ জাতি , মাদরাসার ছাত্র, শিক্ষক, হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা  করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!