মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের আলীকদমে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাজোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি (অধিনায়ক ৩১ বীর)।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির, নয়াপাড়া বণিক পাড়া সার্বজনীন হরি মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেন আলীকদম সেনা জোনের কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর পাভেল মাহমুদ রাসেল (জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন), রুপায়ন দেব , ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আলীকদম উপজেলা, খন্দকার তবিদুর রহমান (ওসি আলীকদম থানা) ও কফিল উদ্দিন (চেয়ারম্যান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ) এছাড়াও সনাতন ধর্মাবলম্বীর প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।
এছাড়াও লামা উপজেলার কেন্দ্রীয় হরিমন্দির পূজামন্ডপও পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।
বুধবার (০৯ অক্টোবর) রাতে লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনায় অন্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য।
আলোচনা শেষে জোন কমান্ডার মণ্ডপ পরিদর্শন করে কমিটির কাছে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং, ৩১ বীর (জোন) উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি, গজালিয়া ক্যাম্প কমান্ডার (লামা সাবজোন) ক্যাপ্টেন আসাদ, লামা চাম্পাতলী আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম শেখ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম রুহুল আমিন, লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হীরু, কমিটির গোপন কান্তি দাশ,কাজল কান্তি দাসসহ সনাতনী ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। পরে জোন কমান্ডার মেরাখোলা পূজা মণ্ডপ পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসব মন্ডপ পরিদর্শন করতে গিয়ে জোন কমান্ডার বলেন, অত্র ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন অঞ্চলে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতার হাত বাড়িয়ে, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বজায় রাখা হবে।
Leave a Reply