1. coxsbazarshomachar@gmail.com : admin :

সাংবাদিকদের ওপর হামলা করে ইসরায়েল বিচারহীনতা উসকে দিচ্ছে

  • পোস্টিং সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

অনলাইন ডেস্ক:

লেবাননের দক্ষিণাঞ্চলে গত শুক্রবার আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে তিনজন গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। এ ঘটনা ইসরায়েলের অন্যায়ের দায়মুক্তি অবসানের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।

সোচ্চার মানুষেরা বলছেন, বিস্তৃত যুদ্ধ-সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে একের পর এক সাংবাদিক আর গণমাধ্যমকর্মীর নিহত হওয়ার ঘটনা ও ইসরায়েলের জবাবদিহি না করা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার নজির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। কেননা দেশটি ইসরায়েলের অন্যতম পৃষ্ঠপোষক।

লেবাননে হামলা চালিয়ে তিনজন গণমাধ্যমকর্মীকে হত্যা করার দিন কয়েক আগে ইসরায়েলের পক্ষ থেকে ‘ভিত্তিহীন’ভাবে আল-জাজিরার কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর (হামাস) সদস্য হওয়ার অভিযোগ তোলা হয়। এর ফলে এসব সাংবাদিকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) প্রচারণা পরিচালক রেবেকা ভিনসেন্ট বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলি বেশ উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের প্রতি আহ্বান জানানো উচিত, যাদের ইসরায়েলি সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং এ সহিংসতা বন্ধ করার ক্ষমতা রয়েছে।’

গত শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর হাসবিয়াতে এমন একটি আবাসিক চত্বরে বিমান হামলা চালানো হয়, যেখানে কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অবস্থান করছিলেন। এলাকাটি সংঘাতের আওতামুক্ত ছিল। এমনকি হামলা চালানোর আগে সতর্ক করে দেওয়া হয়নি। হামলায় কয়েকটি আবাসিক ভবন ও ‘সংবাদমাধ্যম’ লেখা গাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হতে দেখা গেছে।

হামলার বিষয়ে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, এটা এমন একটি হামলা, যা যথাযথ পর্যবেক্ষণ ও খুঁজে পেতে চিন্তাভাবনা করেই চালানো হয়েছে। এ জায়গায় সাতটি সংবাদমাধ্যমের ১৮ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অবস্থান করছিলেন।

লেবানন ও ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গত এক বছরে অন্তত ১২৮ জন সাংবাদিক-গণমাধ্যমকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। চার দশকের বেশি সময় ধরে সাংবাদিক হত্যা আর গণমাধ্যমের ওপর অত্যাচারের তথ্য সংগ্রহ করছে নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনের মতে, তাদের তথ্য সংগ্রহের পর থেকে এখন সবচেয়ে ‘প্রাণঘাতী সময়’ পার করছে সংবাদমাধ্যম।

তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, হত্যার শিকার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা আরও বেশি। শুধু গাজায় এ সংখ্যা ১৭৬–এর বেশি।

আল–জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে সিপিজের প্রোগ্রাম পরিচালক কার্লোস মার্তিনেজ দে লা সেরনা বলেন, ‘সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর আরেকটি প্রাণঘাতী ইসরায়েলি হামলায় সিপিজে গভীরভাবে ক্ষুব্ধ। এবার দক্ষিণ লেবাননে একটি ভবনে হামলা করা হয়েছে, যেখানে ১৮ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অবস্থান করছিলেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!