জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান, সাবেক এমপি জাফরের ভাতিজা জিয়াবুলের ক্যাডার বাহিনীর প্রধান ও ইউনিয়ন পর্যায়ে অপকর্মে মূলহোতা আ’লীগ নেতাসহ ৫ আসামী গ্রেপ্তার ও পরিত্যক্ত ১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত রবিবার থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে অভিযানটি পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মক্কী ইকবাল হোসেন (৩৮) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খোঁজাখালী এলাকার,নুরুল ইসলাম ছেলে। তিনি অত্র ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ও আ’লীগ নেতা। আবদুল হামিদ সোনা মিয়া (৩৮) ডুলাহাজারার রংমহল এলাকার মোঃ নুরুল কবির এর ছেলে। সে ওয়ার্ড যুবলীগের সভাপতি। মহি উদ্দিন খোকন (৪০) পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেন এর ছেলে। তবে তিনি সাবেক এমপি জাফরের ভাতিজা জিয়াবুলের ক্যাডার বাহিনীর সর্দার। মোঃ মুরাদ (২৭) কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট ভেওলা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। নুরুল মিয়া প্রকাশ মিয়া (৩২) চিরিংগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার মৃত সাহা মিয়া প্রঃ মাঝি ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনঞ্জুর কাদের ভূইঁয়া। সোমবার দুপুর সোয়া ১টায় দেওয়া ব্রিফিংয়ে বলেন-ইউপি চেয়ারম্যান মক্কি ইকবালের বিরুদ্ধে থানা মামলা নং-২৯/২৩ইং, আবদুল হামিদ সোনা মিয়া (৩৮) এর বিরুদ্ধে থানা মামলা নং-১/৩২২,মহি উদ্দিন খোকন (৪০) এর বিরুদ্ধে থানার মামলা নং-২৯/২৩ইং, মোঃ মুরাদ (২৭) এর বিরুদ্ধে থানা মামলা নং-৪০/৪১৪-২৪ইং,নুরুল মিয়া প্রকাশ মিয়া (৩২) এর বিরুদ্ধে থানা মামলা নং-৩/৩২২-২৪ইং গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আটক করা হয়েছে। তবে খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোদারপাড়ি বনের এলাকায় বসবাসরত লিটনের মুরগীর খামারের পাশ থেকে পরিত্যক্ত ১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
আটক আসামীদের সোমবার দুপুর ২টায় আদালতে সোপর্দ করেছি।
Leave a Reply