জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার বিশেষ অভিযানে ৫ ও সেনাবাহিনীর অভিযানে ৩ জন সহ মোট ৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার রাত ২ থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গিয়াস উদ্দিন (৫০) শাহেদা বেগম (৩৩) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম কোচপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের সন্তান ও একই এলাকার মোঃ জাহিদুল ইসলাম (২৫) মৃত রফিক আহমদের ছেলে। আবু তাহের (৩৫) কোনাখালী ইউপির ৬নং ওয়ার্ডের মরংঘোনা এলাকার দেলোয়ার হোছনের ছেলে।মোঃ ছোটন (২৮) পশ্চিম বড় ভেওলা ইউপির ২নং ওয়ার্ডের দরবেশ কাটার বাসিন্দা খায়ের উল্লাহ’র ছেলে। নজরুল ইসলাম খোকন (৩১) বিএমচর ইউপির ৭নং ওয়ার্ডের বেতুয়ারকুল এলাকার আবুল বশর প্রঃ বশির আহামদের ছেলে।মোঃ ছিদ্দিক আহম্মদ চৌধুরী (৫০) ফাঁসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের রিংভং ছিরাপাড়ার এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। মীর কাশেম (৪৫) পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা এলাকার ঈমাম উদ্দিন পাড়ার আবুল ফজলের ছেলে।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূইঁয়া জানান-থানা পুলিশের অভিযানে ৫ জন সেনাবাহিনীর অভিযানে ৩ জন সহ মোট আট আসামী গ্রেফতার হয়েছে।তৎমধ্য গিয়াস উদ্দিন,শাহেদা বেগম ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা রুজু করা হয়েছে,যার মামলা নং-১৭/২৪ইং।আবু তাহের বিরুদ্ধে থানা মামলা নং-১৩/২৪ইং,মোঃ ছোটন বিরুদ্ধে থানা মামলা নং-৫৯/২৪ইং,নজরুল ইসলাম বিরুদ্ধে জিআর মামলা, ছিদ্দিক আহমদ চৌধুরী বিরুদ্ধে সিআর মামলা ও মীর কাশেম বিরুদ্ধে জিআর মামলা থাকায় গ্রেফতার পূর্বক বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply