অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের আদালতচত্বরে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার এবং কোনো প্ররোচনামূলক বা অস্থিতিশীল কার্যক্রমে জড়িত না হওয়ার অনুরোধ করেছেন। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রাম শহরসহ আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।
বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
Leave a Reply