জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা, একজনকে জরিমানা সহ একটি স্যালো মেশিন আর শতফুট পাইপ ধ্বংস ও ইউনিয়নজুড়ে মাইকিং করেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফুলছড়ির বাঁশকাটা আর মেধের খাল ও খুটাখালী ছড়ার মূখে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান- গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে ঘটনাস্থলে গিয়ে দেখেছি সিন্ডিকেট করে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে। যা দেশের প্রচলিত আইন লঙ্ঘিত কাজ। তাই ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের ফুলছড়ির-বাঁশকাটা এলাকার মৃত তৈয়ম গোলালের ছেলে নুরুল ইসলাম নামের ব্যক্তির কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেধের খাল ও খুটাখালী ছড়ার মূখ নামক স্হানে ১টি স্যালো মেশিন আর শতফুট পাইপ কেটে ধ্বংস করে দিয়েছি।
একই খালের আরো ২/৩ টি স্হানে বালু উত্তোলনের খবর পেয়েছি। সেখানে অভিযান চালানো হবে। অভিযান শেষে ইউনিয়ন জুড়ে মাইকিং করার জন্য ভুমি অফিসকে নির্দেশ দিয়েছি। এরপরও যারা অবৈধ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।
খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কামাল উদ্দিন জানান-উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশমতে পুরো ইউনিয়নের ৯ ওয়ার্ডে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে, যারা অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বা মাটি বিক্রি করবেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই জড়িতদেরকে এসব কাজ পরিহার করার জন্য নির্দেশনা বা সর্তকতা জারি করা হয়েছে।
Leave a Reply