জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ওয়ারেন্টভূক্ত পলাতক ৩ আসামী অবশেষে পুলিশের জালে বন্দি।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মিনার (২২) চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমান পাড়ার আমির হোছনের ছেলে, একই এলাকার সাহাব মিয়া মাঝির ছেলে মোঃ আমীর হোসেন (২৩) ও রুহুল কাদের প্রঃ লুতাইয়া (২৪) চিরিংগা ইউপির ৮নং ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার গোলাম কবিরের ছেলে।
এসব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া। তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ মিনার (২২) এর রিরুদ্ধে থানার মামলা নং-০৮/২৪ইং, মোঃ আমীর হোসেন (২৩) এর রিরুদ্ধে থানার মামলা নং-২৪/২৪ইং ও রুহুল কাদের প্রঃ লুতাইয়া (২৪) এর রিরুদ্ধে থানার মামলা নং-২৪/২৪ইং।
ধৃত আসামীদেরকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply