মোঃ নাজমুল হুদা, লামাঃ “নিজ এলাকার পণ্য কিনুন, বেকারমুক্ত সমাজ গড়ুন” এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি এলাকায় “বিকল্প এক্সপ্রেস” নামে একটি ব্যাগ তৈরির কারখানা গড়ে উঠেছে, যা স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। কারখানাটিতে পরিবেশবান্ধব এবং টেকসই উপকরণ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদন করা হচ্ছে।
এখানে স্কুলব্যাগ, শপিং ব্যাগ, মোবাইল ব্যাগ, অফিস ব্যাগ,ল্যাপটপ ব্যাগ,লেডিস, এবং ভ্রমণ ব্যাগসহ নানা রকমের ব্যাগ অত্যন্ত নিখুঁত ও সৃজনশীল ডিজাইনে তৈরি হচ্ছে। এটি ক্ষুদ্র শিল্পের সম্ভবনাময় খাতও বলা চলে। সোমবার (২০ জানুয়ারি) সকালে লাইনঝিরি সৌরব ভাইয়ের বাড়িতে তৈরীকৃত বিভিন্ন রকমের ব্যাগ পসরার দোকানে লাইনঝিরি প্রাইমারী স্কুল মোড়ের মেইন রোডের পাশে “বিকল্প এক্সপ্রেস “এর দোকানের দেখা মেলে। সেখানে কথা হয় প্রতিষ্ঠানটির তরুণ উদ্যোক্তা মোঃ মাইনুদ্দীন এর সাথে আলাপকালে তিনি জানান।
২০২১ সালের ডিসেম্বর স্থানীয়ভাবে গড়ে তোলা ” দিগন্ত যুব কল্যাণ সমিতি” অর্থায়ে এর হতে এক লক্ষ টাকা পুঁজি নিয়ে চট্রগ্রাম থেকে পন্যের উপকরণ ও কারিগর নিয়ে ঘরোয়াভাবে কিছু বেকার যুবক যুবতীদের নিয়ে কাজ শুরু করি। ক্রমান্বয়ে আমাদের এ পরিসর বড় হয়েছে। আমরা লামা যুব উন্নয়ন অফিসের মাধ্যমে ৩০ জন করে ২ ধাপে ৬০ জনকে প্রশিক্ষণ দিয়েছি। তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ব্যাগ তৈরী করছি ও প্রশিক্ষক নিচ্ছি। বর্তমানে আমরা বিকল্প এক্সপ্রেস প্রায় ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেছি। স্থানীয় বাজারের পাশিপাশি লামা,আলীকদম, চকরিয়া,কক্সবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য চাহিদার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে। আমরা সবখানে ইতিবাচকেই সাড়া পাচ্ছি।
তবে কিছু সীমাবদ্ধতার কথাও জানান তিনি, দক্ষ কারিগর,শ্রমিকের অভাব ও অনেকটা মৌসুমী ব্যবসার মত পরিণত হচ্ছে। যেহেতু তামাক মৌসুমে শ্রমিকে অপ্রাপ্যতা। তবে আমরা ইসলামি শরীয়াহ ভিক্তিক কোন প্রতিষ্ঠান হতে ঋৃণ নিচ্ছি না।
প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিক ইয়াছমিন বেগম,জনাতুল ফেরদৌস,ফয়সাল আমিন জানান, ঘরোয়া পরিবেশে এখানে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্যে বোধ করছি ও বেকার সমস্যা সমাধানও হচ্ছে।
দিগন্ত যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার আলম জানান, বিকল্প এক্সপ্রেস” প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরি করা এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। কারখানায় কর্মরত অধিকাংশই এলাকার যুবক-যুবতী, যারা দক্ষ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এই শিল্পে নিজেদের মেলে ধরছে। তাদের এ কার্যক্রম স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এলাকার উৎপাদনশীলতা ও সৃজনশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
লামা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে তাদের তৈরি ব্যাগ সরবরাহ করছে। আমরা সহায়তা করছি। মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করার মাধ্যমে “বিকল্প এক্সপ্রেস” দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এই কারখানা স্থানীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।
Leave a Reply