জিয়াউল হক জিয়া :কক্সবাজারের পেকুয়াতে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মোঃ রাশেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। চিকিৎসকের মতে তরুণ রাশেদ হিটস্টোকে মারা গেছেন।
বুধবার (৭মে) বেলা সাড়ে ১১টার দিকে পেকুয়া সদরে এ ঘটনা ঘটে।
মৃত্যু বরণ করা মো. রাশেদ ( ১৮) উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মনজুর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে,সকাল থেকে বাড়ির উঠানে কাজ করছেন রাশেদ।তীব্র গরমে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসা প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে চমক হাসপাতালে রেফার করেন। তারপর আমরা তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করি।এসময় বাঁশখালীর গুণাগুরি এলাকায় পৌঁছলে রাশেদ মারা যান।
পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী বলেন,বুধবার বেলা পৌন ১২টার দিকে এক তরুণ যুবককে হাসপাতালে আনেন।পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে চমকে রেফার করি।মূলত তরুণ রাশেদ ‘অতিরিক্ত গরমে হিটস্ট্রোক করেছেন।
Leave a Reply