জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠের সেচ মেশবন চুরি হওয়ার পরে চোর থেকে মেশিন ফেরত চাওয়ায় দু’সহোদর লবণ চাষীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।
শনিবার (১০ মে) দুপর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বদিউদ্দিন পাড়ার মো. কবির আহমদের পুত্র সুজাঙ্গীর (২৪) ও আবু ছৈয়দ (৩০)। তাঁরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, লবণ মাঠের মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে বদিউদ্দিন পাড়ার সুজাঙ্গীর ও ফয়েজ আহমদের পুত্র হারনুর রশিদের মধ্যে দ্বন্ধ দেখা দেয়। দুপুরে সুজাঙ্গীর ও তাঁর ভাই আবু ছৈয়দ লবণমাঠে কাজ করছিল। এসময় হারুনুর রশিদ ও তাঁর ভাই আবু হানিফসহ আরো কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাঠে হানা দেয়। এসময় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। একপর্যায়ে সুজাঙ্গীর ও আবু ছৈয়দকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে আহত আবু ছৈয়দ বলেন, বৃহস্পতিবার গভীর রাতে লবণমাঠ থেকে একটি সেচ মেশিন চুরি হয়। বিভিন্ন মাধ্যমে জানতে পারি মেশিনটি হারুনু ও তাঁর ভাই আবু হানিফ চুরি করেছে। মেশিনটি সমাজপতি কবির আহমদের মাধ্যমে ফেরত চাওয়ায় তাঁরা ক্ষিপ্ত হন। এরজের ধরে ঘটনার দিন দুপুরে মাঠে কাজ করার সময় আমাদের ওপর হামলা চালায়। ঘটনার পর প্রায় এক একর লবণমাঠে বিছানো পলিথিন কেটে দিয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply