নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় সন্ত্রাসীরা এক সেনা সদস্য ও তার স্ত্রীকে মারধর করে নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করা করেছে। সন্ত্রাসীদের লাঠি ও ধারালো ছুরির আঘাতে সেনা সদস্য রমজান আলী (২৬) গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট মগছড়াজুম জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট সেনানিবাসে সেনা সদস্য হিসেবে কর্মরত রমজান আলী নিজ বাড়ি ডুলাহাজারায় বেড়াতে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে একই ইউনিয়নের মালুমঘাট মগছড়াজুম এলাকার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। শ্বশুর বাড়ির কাছাকাছি মগছড়াজুম জামে মসজিদ এলাকায় পৌঁছলে স্থানীয় সন্ত্রাসী জনি’র নেতৃত্বে একটি টমটম যোগে ৪/৫ জন সন্ত্রাসী এসে গতিরোধ করে কোন কিছু বুঝে ওঠার আগেই লাথি, কিল, ঘুষি ও ছুরি মেরে রমজানকে রিকশা থেকে ফেলে দেয়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে সন্ত্রাসীরা সটকে পড়ে। আহত সেনা সদস্য রমজানের মাথা ও শরীরের বিভিন্ন জখমি জায়গায় মোট ৭টি সেলাই পড়েছে।
এবিষয়ে ডুলাহাজারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, সেনা সদস্য রমজান ও তাঁর স্ত্রীকে মারধর আর ছিনতাইয়ের ঘটনা শুনেছি, যা খুবই দুঃখজনক। তাই তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। কারণ অভিযুক্ত জনি ছেলেটি প্রকৃতই খারাপ ছেলে হিসেবে এলাকায় পরিচিত বলে তিনি জানান।
এ ব্যাপারে আজ বুধবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার রমজান আলী চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply