জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বয়স্ক ও বিধবা ভাতা বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় ওয়ার্ডের পূর্ব বাক্কুমপাড়া ইসলাম বাজারস্হ মেম্বারের ব্যক্তিগত অফিসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।
বক্তব্য রাখেন-ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসাইন।তিনি বলেন-আমি নির্বাচিত হওয়ার পর থেকে এপর্যন্ত ওয়ার্ডের প্রতিটি মহল্লায় বয়স্ক ও বিধবা কারা এবং সরকারি ভাতা পাওয়ার যোগ্য,এমন পুরুষ ও মহিলা খোঁজ নিয়ে তাদের কাছে গিয়ে তাদের আইডি কার্ড ও ছবি নিয়েছি।পরে আমি নিজেই চেষ্টা করে বয়স্ক ও বিধবা ভাতা বহি সংগ্রহ করি।পরে এই বহি সংশ্লিষ্ট কর্মকর্তা ও চেয়ারম্যানের নিদর্শনা মোতাবেক বিনামূল্যে আনুষ্ঠানিক ভাবে বহি বিতরণ করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন-এই বহি নিয়ে আগামী বুধবার ফিঙ্গার দিবেন,তারপর টাকা উত্তোলন করবেন।এছাড়াও সরকারি ঘোষণা মতে প্রতিবছর একবার বহি চেক সহ আপডেট করতে ডাকবেন।তখন কেউ গাফেলতি না করে সবাই বহি নিয়ে নিদিষ্ট স্হানে গিয়ে আপডেট করবেন,না হয় কর্মকর্তারা বহি বাতিল করে দেয়।সর্তক বার্তা হিসাবে উপদেশ মূলক বলেন-এই বহি আপনার ছিড়ে ফেলবেন না,পানি ভিজে বা আগুনে পুঁড়ে নষ্ট করবেন না।র্দুঘটনা বশত এমন হয়ে গেলে সরাসরি আমাকে জানাবেন,তখন নতুন বহি আপনাদেরকে এনে দিব।সর্বশেষ আমি আপনাদের সকলের দোয়া কাম্য,দোয়া করবেন,দোয়া চাই।
চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান বলেন-আমাকে আপনারা তিনবার ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন।তবে আ’লীগের আমলে দৃশ্যমান উন্নয়ন তেমন করতে পারিনি।সরকার চলে যাওয়ার পরে এপর্যন্ত রোড,ঘাট সহ বয়স্ক,বিধবা ভাতা সহ সরকারি বিভিন্ন অনুদান আমি ও মেম্বারদের মাঝে সুষম বন্টনের মাধ্যমে এলাকার গরিব,অসহায়দের মাঝে পৌছাতে পারছি।ঠিক তেমনি আজকেও আপনারা এলাকার গরিব,অসহায় হিসাবে ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসাইন নিজেই চেষ্টা করেছেন,আমি সহযোগিতা করার ফলে বিনামূল্যে বহি পেয়েছেন।ভবিষ্যতে আপনার সেবা করার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।আপনাদের সকলের সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।
অনুষ্ঠানে ভাতাভোগী প্রায় শতাধিক বয়স্ক আর বিধবা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লোকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply