নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে বজ্রপাতে মিজবাহ উদ্দিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল সোয়া আটটার দিকে তলীয়াঘোনা-পেটবারা নামক ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত-মিজবাহ উদ্দিন (১৬) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ফুলছড়ির খাসঘোনা গ্রামের আবুল কাসিমের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াসিম আকরাম। তিনি নিহত পরিবারকে বরাত দিয়ে প্রতিবেদককে জানান-নিহত কিশোর মিজবাহ মাসিক বেতনধারী মহিষ পালনকারী একজন রাখাল। প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও সকালে মহিষের পাল খুলে দিয়ে ঘটনাস্থল পেটবারা পর্যন্ত ঘোনা পৌঁছে। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হয়।এমতাবস্থায় তার গায়ে আচমকা বজ্রপাত পড়লে সে মারা যায়। পরিবারের দারিদ্রতা দূর করতে মিজবাহ এ কাজ করতেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply