জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাদক সেবনরত অবস্হায় ১০জন সেবনকারী ব্যক্তিকে আটক করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
তিনি এ প্রতিবেদককে জানান-গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ১০জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে মো: সেলিম (৪৫)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও মো: রুবেল(২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০ ), মো: বাবুল (২১)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারা মোতাবেক ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।অভিযানে সার্বিক সহযোগিতা করেন চকরিয়া থানা পুলিশের একটি টিম।পরে আটককৃত অপরাধীদের কারাগারে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান উপজেলাজুড়ে অব্যাহত থাকবে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন-মাদক সেবনকারী ১০জন লোক আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদেরকে জেল হাজতে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার,কক্সবাজার
মোঃ-০১৮১১-২০০৫৭৭
Leave a Reply