নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পুলিশের চেক পোস্টে আটক এক বাস যাত্রীর পেট থেকে ১৯০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারায় পুলিশ চেকপোস্টে চকরিয়া থানার এসআই নাছির ও এএসআই পারভেজ সন্দেহজনক এক বাস যাত্রীকে বুধবার সকাল ৮টার দিকে আটক করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী অভিনব উপায়ে পেটে ভরে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিলে ২৪ ঘন্টায় তার পেট থেকে পায়ুপথে ১৯০০ ইয়াবা ট্যাবলেট বের হয়। ধৃত বাস যাত্রী মোঃ আজাদ নোয়াখালী জেলার শুধারাম থানার কাঞ্চনপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply